শিরোনাম

6/recent/ticker-posts

হঠাৎ ফেসবুক উধাও, অতঃপর যা হলো


বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিস্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যায়। ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। আজ মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে রাজধানীসহ গোটা দেশে এমন সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

অনেকেই মনে করছেন, তাদের ফেসবুক হ্যাক হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবহারকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের পরিসংখ্যানে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে সচল হওয়ার পর থেকে ফেসবুক বন্ধ হওয়া নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করছেন।

অন্যদিকে, ফেসবুকের সমস্যার পর মার্ক জাকারবার্গ নামের একটি প্যারোডি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট দেয়া হয় । যাতে লেখা হয়, চিল করুন। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু সমাধান হয়ে যাবে।