![]() |
মো. আঃ হামিদ জমাদ্দার, সভাপতি এবং ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, সাধারণত সম্পাদক |
গত ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার রাজধানীর মগবাজারে অবস্থিত ওয়াক্ফ মিলনায়তনে অনুষ্ঠিত ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. আঃ হামিদ জমাদ্দার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপ-কর কমিশনার আল আমিনকে কোশাধ্যক্ষ নির্বাচিত করে খসড়া কমিটি গঠিত হয়।
পরবর্তীতে গত ১০ মার্চ ২০২৪ রবিবার উক্ত অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় এবং ২৪ মার্চ ২০২৪ সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের অনুমতিক্রমে অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি ৪৩ সদস্য বৈশিষ্ট্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি স্বাক্ষরিত ও প্রকাশ করা হয়।