শিরোনাম

6/recent/ticker-posts

দাউ দাউ করে জ্বলছে সুপার বোর্ড কারখানার আগুন


রোববার (২৪ মার্চ) দুপুর ১টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুন্সীগঞ্জের গজারিয়ায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং আরও দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটির কর্মীরা রোববার দুপুরে দিকে আগুন দেখতে পান। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করে।

টিকে গ্রুপের পরিচালক মো. সাইফুল আতাহার তাসলিম জানান, বৃষ্টিতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কাঠের গুঁড়া ও পাটের খড়ির কারণে আগুন নিভতে সময় লাগছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ১২টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। তবে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।