শিরোনাম

6/recent/ticker-posts

এই গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখবেন যেভাবে


কিছু কৌশল জানা থাকলে এই গরমেও ঘর ঠাণ্ডা রাখা যায়।

গরমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করা যায়। কিংবা অফিসে এসি থাকলে সারাটা দিন থাকা যায়। তবে রাতে ফিরে তো গরম।

ঠাণ্ডা রাখতে ঘর যতটা সম্ভব কম গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া বৌদ্যুতিক যন্ত্রের খরচ বাঁচাতেও ঘর ঠাণ্ডা রাখার কৌশলগুলো কার্যকর।

গাছ লাগান : বাড়ির চারপাশে গাছ লাগান। গাছের ছায়ায় আপনার ঘর অনেক ঠাণ্ডা থাকবে।

গ্রিল : গরমের এই সময় ঘরে গ্যাসের চুলা জ্বালালে বেশি গরম হয়। সময় সাপেক্ষ গ্রিল রান্না থেকে দূরে থাকুন।

জানালা : দিনে জানালা বন্ধ রাখুন। রাতে শোয়ার সময় জানালা খুলে শুতে যান। এতে ঘরে হাওয়া চলাচল করবে।

বাথরুম ও রান্নাঘর : বাথরুম ও রান্নাঘরের এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে ভিতরের গুমোট, গরম বাতাস বেরিয়ে যাবে। আপনার ঘর ঠাণ্ডা থাকবে।

সুতির চাদর : গরমের সময়ে বিছানায় সাদা বা হালকা রঙের সুতির চাদর বিছালে বিছানা ঠাণ্ডা থাকবে। সেই সঙ্গে নিয়মিত বেডকভার ও বেডশিট পরিবর্তন করুন। এতে শুধু ঠাণ্ডা নয়, মানসিকভাবেও ফ্রেশও লাগবে।

বরফ-পাখা : টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখুন। কিছুক্ষণ পর দেখবেন ঘর ঠাণ্ডা হয়ে গেছে।

পর্দা টেনে রাখুন : গরমে দিনের বেলা সব সময় ভারী পর্দা টেনে রাখুন। এতে ঘর অনেক ঠাণ্ডা থাকবে। দক্ষিণ ও পশ্চিম দিকের দেয়ালে জানালা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন।