
‘মি অ্যাট দ্য জু’ শিরোনামের ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও ইউটিউব ইতিহাসের প্রথম ভিডিও।২৩ এপ্রিল ২০০৫
ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। চিড়িয়াখানায় আমি (মি অ্যাট দ্য জু) শিরোনামের ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও প্রকাশ (আপলোড) করেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি-জার্মান বংশোদ্ভূত জাভেদ করিম। তখন তাঁর বয়স ছিল ২৫ বছর।
সাংবাদিকেরা ‘মি অ্যাট দ্য জু’ ভিডিওকে ইউটিউবের একটি শৌখিন আধেয় (কনটেন্ট) হিসেবে গণ্য করেন। বিজনেস ইনসাইডার এটিকে এই ওয়েবসাইটের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে চিহ্নিত করেছে। সার্বিকভাবে ‘মি অ্যাট দ্য জু’ সার্বিকভাবে ইউটিউবের বৈশিষ্ট্যের প্রতীকী ভিডিও হিসেবে পরিচিতি পেয়েছে।
সাংবাদিকেরা ‘মি অ্যাট দ্য জু’ ভিডিওকে ইউটিউবের একটি শৌখিন আধেয় (কনটেন্ট) হিসেবে গণ্য করেন। বিজনেস ইনসাইডার এটিকে এই ওয়েবসাইটের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে চিহ্নিত করেছে। সার্বিকভাবে ‘মি অ্যাট দ্য জু’ সার্বিকভাবে ইউটিউবের বৈশিষ্ট্যের প্রতীকী ভিডিও হিসেবে পরিচিতি পেয়েছে।