শিরোনাম

6/recent/ticker-posts

ব্রাজিলের নিশ্চিত পেনাল্টি নিয়ে কনমেবলের ভুল স্বীকার


কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্রয়ের পর গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে পা রাখে সেলেসাওরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার (৭ জুলাই) সকাল ৭টায় উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্তু তার আগে বিতর্ক উঠেছে কলম্বিয়া ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে করা একটি ফাউল নিয়ে। যার জন্য ব্রাজিলকে পেনাল্টি দেয়া হয়নি বলে নাকি ভুল-ও স্বীকার করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন বা কনমেবল!

বুধবার (৩ জুলাই) কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, ‘পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’