শিরোনাম

6/recent/ticker-posts

একনজরে কোপার কোয়ার্টার ফাইনালের সূচি


কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি অনেকটা চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু ‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে কলম্বিয়ার সঙ্গী হবে কোন দল। অবশেষে মিলল সেই উত্তরও। কলম্বিয়ার সঙ্গে ড্র করায় রানার্সআপ হয়ে শেষ আটে ব্রাজিল। একনজরে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে দলগুলোর প্রতিপক্ষ ও সময়সূচি।

কোপার আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি


১ম ম্যাচ আর্জেন্টিনা-ইকুয়েডর সকাল ৭টা (৫ জুলাই)
২য় ম্যাচ ভেনিজুয়েলা-কানাডা সকাল ৭টা (৬ জুলাই)
৩য় ম্যাচ কলম্বিয়া- পানামা ভোর ৪টা (৭ জুলাই)
৪র্থ ম্যাচ ব্রাজিল-উরুগুয়ে সকাল ৭টা (৭ জুলাই)