২০০০ সালে প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রায় দুই যুগে ১১ প্রতিপক্ষের খেলেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো দুই সদস্য অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু এশিয়ান অঞ্চলের দুই প্রতিপক্ষকে কোনোভাবেই হারাতে পারছিল না বাংলাদেশ।
সে হতাশার অর্ধেক আজ মুছতে পারল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে কখনো ওয়ানডে বা টি-টোয়েন্টিও জিততে না পারা বাংলাদেশ এবার স্বাগতিকদের টেস্টেই হারিয়ে দিয়েছে। রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২১তম ম্যাচে এসে জয়ের দেখা মিলল।
দেশের বর্তমান বাস্তবতা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে পাকিস্তান সফরের আগে এই দলটাই ছিল একেবারে আলোচনার বাইরে। অথচ সেই দলটাই পাকিস্তানের মাটিতে পাকিস্তানের পূর্ণ শক্তির দলকে হেসেখেলে হারাল।