স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কিছু অঞ্চল। এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর জানা গেছে। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। যার ফলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশের এমন সংকটাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে এগিয়ে আসছেন অনেকে।

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তার খেলার দক্ষতা দিয়ে শুধু মাঠেই নয়, মানুষ হিসেবেও অনেকের হৃদয় জয় করেছেন। ব্যাট হাতে মাঠে যেমন তিনি নিষ্ঠা দেখান, তেমনি ধর্মীয় দায়িত্বও পালন করেন আন্তরিকভাবে। খেলাধুলার বাইরে, রিজওয়ানকে মাঝে মাঝে মক্কায় কাবার চত্বর পরিষ্কার করতেও দেখা গেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এবার এই ক্রিকেটার পাশে দাঁড়ালেন বাংলাদেশের বানভাসী মানুষের।


রিজওয়ান যখন নিজ দেশ পাকিস্তানে বাংলাদেশের প্রতিপক্ষ মাঠে লড়াই করছেন, তখন বাংলাদেশ ভাসছে বন্যার পানিতে। তীব্র বন্যায় দেশের ১২ জেলায় লাখ লাখ মানুষ পার করছেন মানবেতর জীবন। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে বাংলাদেশের সেই মানুষদেরই স্মরণ করলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।