রোনালদোর ইতিহাস গড়ার দিনে মেসিবিহীন আর্জেন্টিনার বড় জয়
শুক্রবার, সেপ্টেম্বর ০৬, ২০২৪
উয়েফা নেশনস লিগে দুর্দান্ত আবির্ভাব হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। টুর্নামেন্টে নিজেের প্রথম ম্যাচেই দ্যুতি ছড়ালেন সিআর সেভেন। পেশাদার ক্যারিয়ারের ৯০০তম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন ৩৯ বছর বয়সী এ তারকা। তার অর্জনের দিনে ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভ সূচনা করলো পর্তুগাল।
অন্যদিকে, মেসিও নেই, দি মারিয়াও নেই। তবুও আর্জেন্টিনাকে আটকাতে পারেনি চিলি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা।