ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাতে ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

দেশটির ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

"ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে তা সনাক্ত করে মোকাবিলা করেছে। তবে কিছু স্থানে সীমিত ক্ষতি হয়েছে। এই ক্ষতির মাত্রা সঠিকভাবে জানতে তদন্ত চলছে।"

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরাইল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’