সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ বলেছেন, আমি কি কাজ করছি সেটা নিজের বিবেকের কাছেই প্রশ্ন করেন,কোন বিচারের প্রয়োজন হবে না। ঘুষ, চাঁদাবাজী, প্রাইভেট ও কোচিং বানিজ্য বন্ধ করতে হবে।সমাজে ভাল ও খারাপ দুই ধরনের মানুষ আছে। নিজেদের কর্ম বিচার করলে, বলতে পারব আমরা কোন পথে আছি।কিছু দুষ্টু লোক সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা নিয়ে বিচলিত হবেন না।

সোমবার (২১ অক্টোবর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ এসব কথা বলেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক।তাদের ট্যাক্সের টাকায় বেতন নেন।সেটা ভুলে আপনারা বাড়তি আয়ের প্রতিযোগীতা করেন। সে সব ভুলে যান, মানুষের সেবায় কাজ করেন। এতে মানুষের ভালোবাসা ও পরকালে মুক্তি পেতে পারেন।জনগনের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন আপনাদের কাছে বেআইনি ভাবে কেউ টাকা চাইলে বলবেন, টাকার কথা ভুলে যান, সঠিক কাজ করেন। দুর্নীতি, অনিয়মের দিন শেষ। আমরা এমন সমাজ গড়বো যেখানে থাকবে না কোন জেল, হাজত। মানুষ অপরাধ করবে না।গ্রামগুলো হবে আদর্শ গ্রাম।আমি ২০০৮ সালে আমার এলাকায় ১৬টি গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করেছি। আজও সেখানে কোন অশান্তি, বিশৃঙ্খলা নেই।যে কোন সমস্যা সমাধানে গ্রামের মানুষ নিজেরাই সমস্যার সমাধান করেন।

এসময় উপস্থিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, মেজর মুশফিকুর রহমান,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা.শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী মিলন কুমার ঘোষ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।