নারায়ণগঞ্জ ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে কেসি এপারেলস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে কেসি এপারেলস্ নামে কারখানার ৪র্থ তলায় এই অগ্নিকান্ড ঘটে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স‘র ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য কাজ করে। বেলা ৩টার দিকে আগুন নির্বাপণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় কারখানায় সংরক্ষিত পোশাক সামগ্রীর ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটে নি। আগুন নেভাতে ঘটনাস্থলে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট, মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ১ টি ইউনিট, পাগলা ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিটের সদস্যরা কাজ করেন।