প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোল পরাজিত হওয়ায় পেরুর ম্যাচটি আর্জেন্টিনার জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বাভাবিকভাবে ঘরের মাঠে হতে যাওয়া ম্যাচটিতে ফেভারিট হিসেবেই নামবে আলবিসেলেস্তেরা। আগামী বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির তারকা দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো।
আগামী বুধবার ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু।
প্যারাগুয়ে ম্যাচেই ডান পায়ের চোটে অস্বস্তিতে দেখা যায় রোমেরোকে। প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফুটবলার জাতীয় দল ছেড়ে ইংল্যান্ডে উড়াল দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্যারাগুয়ের বিপক্ষে হারের পরও বিশ্বকাপ বাছাইয়ের ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিলের।