ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়।
সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ঋণ পেতে সবাইকে দেয়া হয়েছে একটি টোকেন। কাগজের ওই টোকেনে লিখা রয়েছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। কোনো আন্দোলন বা কর্মসূচির নামে তাদের ঢাকায় আনা হয়েছে কিনা এমন প্রশ্নেও সঠিক কোনো জবাব দিতে পারেননি ঢাকায় আসা এসব মানুষ। তবে তাদের দেয়া টোকেনে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের কথা উল্লেখ রয়েছে।
করইতলা বাজার এলাকার বাসিন্দা মোরশেদ আলম জানান, ৫ আগস্টের কয়েক দিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। ঘটনার সময় সেই চক্রের আহ্বানে ৩ শতাধিক নারী-পুরুষ ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।
উত্তর চরলরেঞ্চ গ্রামের গৃহবধূ ফারহানা আক্তার ও জেসমিন বেগম জানান, ১০ টাকার বিনিময়ে তারা ১ লাখ টাকা ঋণ পাবেন। এতে তাদের ঢাকার সমাবেশে যোগ দিতে হবে। সমাবেশে পরদিন থেকে তাদেরকে ঋণ দেওয়ার কথা ছিল।