জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত ‘শাটডাউন’
সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাসে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাওয়ার পর দীর্ঘ ৩৫ ঘণ্টার অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাসির উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের অনশন ভাঙান। অনশন প্রত্যাহার করলেও বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শাটডাউনের আওতায় থাকবে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনশন প্রত্যাহারের কথা জানান অনশনরত শিক্ষার্থী এ কে এম রাকিব।
তিনি বলেন, ‘আমাদের ৩টি দাবির মধ্যে দুটি পুরোপুরি মেনে নিয়ে লিখিত চিঠি দেওয়া হয়েছে। বাকি একটি আলোচনা সাপেক্ষে মেনে নেওয়া হবে। লিখিত চিঠি পাওয়ায় আমরা অনশন প্রত্যাহার করছি। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলবে।’
আরেক শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ১৫ তারিখে সভা হবে, সেখানে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করা হবে। বাণী ভবন ও হাবীবুর রহমান হলে স্টিল বেজ কাজের অনুমতি দিবে। আর ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে আলোচনা হবে।
এর আগে, শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন নিশ্চিত করা এবং অস্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদানের দাবি জানিয়ে গতকাল রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে অনশন শুরু করেন।