রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ২.৩৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন তিনি। পাশ দিয়ে ট্রাক যাচ্ছিল। রাস্তার ওপর বালিতে স্লিপ করে গাড়িসহ তিনি পড়ে যান। প্রথমে তার মাথা পড়ায় অত্যন্ত আঘাত পান তিনি। এভাবে বেশ কিছুদূর গড়িয়ে পড়েন। সড়কের ওপরে থাকা রোড নির্দেশক লাইটে তার মাথা ও হাত ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে উদ্ধার করে তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিনি ডিপ কোমায় চলে যান। পরে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।
বাংলা বিভাগের সভাপতি ড.শাহিদ ইকবাল বলেন, তিনি(ড. পুরনজিত মহালদার) আমারই ছাত্র ছিলো, তাই আমি তাকে অনেক আগে থেকে এবং কাছ থেকে অনেক ভালোভাবে চিনি। তিনি ছিলেন অসাধারণ জ্ঞান,পাণ্ডিত্যের অধিকারী। তার এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহত এবং এটা আমাদের বিভাগের জন্য একটা বড় ধরনের ক্ষতি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, তাঁর মরদেহ আজ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে রাখা হবে। তাঁর বন্ধু শুভানুধ্যায়ী, সহকর্মী, শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।