যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ঝোড়ো বাতাসের গতি কমায় দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়া ভয়াবহ এই প্রকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

ধ্বংস হয়েছে ৫ হাজারের বেশি স্থাপনা। খবর দ্য গার্ডিয়ান, সিএনএনের। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন জানান, দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশেষ শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী ১৮০ দিনের কর্মযজ্ঞের সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভয়াবহ এই দাবানলকে ‘সানসেট ফায়ার’ নামে ডাকা হচ্ছে। এরই মধ্যে প্রাকৃতিক এই দুর্যোগে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় পাঁচজনের মৃত্যু হয়েছে।