রাবি প্রতিনিধি :

গতকাল (১১ জানুয়ারী) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে কুরআন পুড়িয়েছে কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী। বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে অতিদ্রুত এসব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেছে সংগঠনটি।

রবিবার (১২ জানুয়ারি), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আহসান হাবিবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক রোহান জামান ও সদস্য সচিব ওয়াজেদ শিশির অভি এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের ও দেশের অভ্যন্তরীণ সম্পৃতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য একদল চক্রান্তকারী গোষ্ঠী এই ন্যাক্কারজনক কাজটি করেছে।

তারা আরো বলেন, আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিলো। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন পুড়িয়ে হিন্দু, মুসলিম সম্প্রতি বিনষ্ট করে বিশ্ববিদ্যালয় এবং দেশকে একটি দাঙ্গা ও সহিংসতার দিকে নিয়ে যাওয়ার পায়তারা চলছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত এবিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ সম্পৃতি বিনষ্ট করার সাজানো ফাঁদ। শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানাই আপনারা এই ফাঁদে পা না দিয়ে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে সচেষ্ট থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্তকে রুখে দিবেন।

অতি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানাই সংগঠনটি।