রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে মতিহারের সবুজ চত্ত্বরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ক্যাম্পাস এলাকাসহ আশেপাশের প্রায় ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এই কর্মসূচির পূর্বে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রংপুরের বিভিন্ন এলাকায় ১০০ জন অসহায় শীতার্ত মানুষকে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কাওছার আহমেদ,বর্তমান সভাপতি হাকিমুল ইসলাম,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।