ধর্ষকদের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল
রবিবার, মার্চ ০৯, ২০২৫
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী লাগাতার ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী মঞ্চ।
রোববার (৯ মার্চ) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অন্যদিকে, সন্ধ্যার পর সারাদেশের বিভিন্ন জেলায় এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর পদক্ষেপের জানান বক্তারা।
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রাত সাড়ে নটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ধর্ষনের বিরুদ্ধে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। পরে, প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চলমান নারী নির্যাতন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।