নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত
রবিবার, মার্চ ০৯, ২০২৫
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০০০ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু ২৫ বছর পর, ভারতের কাছে সেই হারই প্রতিশোধ নিলো কিউইরা।
রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাইয়ে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি কিউইদের। দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র গড়েন ৫৭ রানের জুটি। বরুণ চক্রবর্তী উইল ইয়াংকে লেগ বিফোরের ফাঁদে ফেললে ভাঙে সেই জুটি। ১২ রানের ব্যবধানে রাচিনকে বোল্ড করেন কুলদ্বীপ। এরপর উইলিয়ামসনের রিটার্ন ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদ্বীপ। জাদেজা এসে সাজঘরে পাঠান টম লাথামকে। এরপর মিচেল ও ফিলিপসের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পথের কাঁটা হয়ে দাঁড়ান বরুণ। ৩৪ রান করা ফিলিপসকে ফেরান বোল্ড করে। ৬৩ রানের ইনিংস খেলে আউট হন মিচেল। শেষ দিকে ব্রেসওয়েলের ৫৩ রানের ইনিংসে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা।
জবাবে ভারত ৪৯.১ ওভারেই ৬ উইকেট হারিয়ে ২৫২ রানে পৌঁছে শিরোপা জয় নিশ্চিত করে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতের দল এখন চ্যাম্পিয়নস ট্রফি পুনরুদ্ধার করেছে, গতবার পাকিস্তানের কাছে হারানোর পর এবার শিরোপা তাদেরই।