মধ্যরাতে ‘মব’ তৈরি করে গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ঢুকে তল্লাশির নামে মালামাল তছনছ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পেছনে ওই ভবনের সাবেক তত্ত্বাবধায়কের হাত রয়েছে। শাকিল আহমেদ নামের ওই ব্যক্তি লোক জড়ো করেন এবং বাসাটিতে ২০০ থেকে ৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে, এমন তথ‍্য দিয়ে সেখানে তল্লাশি চালাতে উসকানি দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (৫ মার্চ) জানায়, শাকিল আহমেদ ছাড়াও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল খন্দকার (৪৮) এবং তার ছেলে শাকিল খন্দকার (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গুলশান জোনের উপকমিশনার (ডিসি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাসদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি)। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শতাধিক মানুষ গুলশান-২ নম্বরে ৮১ নম্বর সড়কের একটি ভবন ঘেরাও করে বলতে থাকেন, সেখানে তানভীর ইমামের কয়েক শ কোটি টাকা রাখা আছে। তাঁরা রাত ১২টার পর ওই ভবনে ঢুকে প্রায় আধা ঘণ্টা ধরে একটি বাসায় তল্লাশি চালিয়ে তছনছ করেন।