ইসরাইলের ‘ফাইবার.কম’ বয়কট করে ফ্রিল্যান্সারদের প্রতিবাদ

কয়েকদিন ধরেই অন্য যেকোনো সময়ের তুলনায় ফিলিস্তিন নিদের পক্ষে বিশ্বজুড়ে সমর্থন বেড়েই চলেছে।

এই তালিকায় বাদ যায় নি বাংলাদেশও। দেশের সর্ব স্তরের জনগন এই দিন ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নেমে আসে। হাতে প্ল্যাকার্ড, ব্যনার ফেস্টুন সহ বিভিন্ন স্লোগান দেয় হাজারো জনতা।

দেশে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ইসরাইল বিরোধী কার্যক্রম লক্ষ্য করা গেছে। দেশের ফ্রিল্যান্সাররা যেসব টপ রেটেড মার্কেট প্লেসে কাজ করে তার মধ্যে অন্যতম হলো ফাইবার.কম। জানা গেছে এই প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার কামানো ফ্রিল্যান্সাররা তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে।