ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। সকাল থেকেই, বিশেষ করে ভোরের পর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় জমতে থাকে। পদ্মা সেতু থাকার পরও অনেক যাত্রী লঞ্চে ঢাকা ফিরতে পছন্দ করছেন, কারণ লঞ্চ যাত্রাটি তাদের কাছে কিছুটা স্বাচ্ছন্দ্যপূর্ণ বলে জানিয়েছেন তারা।
ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়ে কোনো অভিযোগ ছিল না। বিভিন্ন জেলা থেকে স্বল্প সময়ে ঢাকায় পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন অনেকে।
তবে বিপত্তি দেখা দেয় সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীর ভেতরে ঢোকার সময়। লাখো যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখার কারণে সদরঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা। ওই এলাকা পার হতে লেগে যায় ঘণ্টারও বেশি সময়। উপায় না দেখে অনেকেই লাগেজ-ব্যাগ নিয়েই হেঁটে গুলিস্তানের দিকে রওনা হন।