ড. ইউনূস-মোদির বৈঠক : হাসিনার প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা
শুক্রবার, এপ্রিল ০৪, ২০২৫
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন এই দুই নেতা।
সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনা ফেরত চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে উত্তেজনা তৈরির করা চেষ্টা করছেন, সেটিও মনে করিয়ে দেয়া হয়েছে নরেন্দ্র মোদিকে।
তিনি বলেন, স্বল্প সময়ের এ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধেও আলোচনা হয়। গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি কথা হয়েছে বলেও জানান প্রেস সচিব।