শিরোনাম

6/recent/ticker-posts

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে পারভেজ (২৩) নামে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে হত্যা করছে সন্ত্রাসীরা। শনিবার বিকালে বনানীর স্টার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মেহরুল ইসলাম, মহাতির হাসান ও আবু তোহর গিফ্ফারি প্রায় ১৫ জন সন্ত্রাসীকে ডেকে এনে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে।

জাহিদুল ইসলাম পারভেজ (নবাব পারভেজ) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থী জাহিদুল পারভেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জের ধরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

হত্যার ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।