মৌলিক রাষ্ট্রীয় সংস্কার ছাড়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে এবং চাঁদাবাজির ঘটনায়ও তারা নীরব দর্শক। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের একটি নিরপেক্ষে প্রশাসন ও পুলিশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, মার্কিন প্রতিনিধি দলের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্তিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, আমাদের তিনটি দাবি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের কথা বলেছি।