এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ঘরের মাঠে হামজা চৌধুরী ও সমিত সোমের অভিষেক ঘিরে ইতোমধ্যে নানা আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে চমক রেখে হোম জার্সিও উন্মোচন করলো কিট স্পন্সর ‘দৌড়’।
বৃহস্পতিবার (১৫ মে) জামাল-তপুদের জার্সি পরিহিত একটি প্রমোশনাল ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে জার্সি উন্মোচনের ঘোষণা দেয় ‘দৌড়’।
নতুন জার্সিতে ঠাঁই পেয়েছে দেশজ ঐতিহ্য। সাদা রঙের জার্সিতে মূল কাজ হাতাও ও দুই পাশের অংশে।
দুই হাতায় রাখা হয়েছে জামদানি শাড়ি, রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, সুন্দরবন ও জাতীয় মাছ ইলিশকে রাখা হয়েছে। জামদানির নকশায় ফুটে উঠেছে বাঘের মুখের প্রতিচ্ছবি, যেখানে সবগুলো উপাদান একসঙ্গে দৃশ্যমান।
হাতার নিচে এবং ভি আকৃতির কলারের নিচে রাখা হয়েছে লাল-সবুজ স্ট্রাইপ। জার্সির দুই পাশে সবুজের গাঢ় শেড এবং কলারের পেছনে গতবারের মতো মানচিত্রের ক্যালিগ্রাফিতে বাংলাদেশ লেখা।
নতুন আঙ্গিকে সাজানো জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সন্ধ্যা ৭টায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর।