ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার অধিকাংশ ওষুধের দোকান হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে সাধারণ রোগী ও ভুক্তভোগীরা ওষুধ কিনতে এসে চরম দুর্ভোগে পড়েন।
জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ওষুধ শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আগেভাগেই অধিকাংশ দোকান মালিক দোকান বন্ধ করে এলাকা ত্যাগ করেন।
স্থানীয়দের প্রশ্ন—দোকান মালিকরা যদি নিয়ম মেনে ব্যবসা করতেন, তবে কেন তারা পালাতে বাধ্য হলেন? এতে জনমনে সন্দেহ দেখা দিয়েছে, এসব দোকানে হয়তো ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ছিল।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।