শিরোনাম

6/recent/ticker-posts

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ


পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এলো এমন ঘোষণা। সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার (৭ মে) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ জরুরি অবস্থা ঘোষণা করেন। এছাড়া, হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে হামলা পর ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

ভারতের হামলার নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেছেন, ‘জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভারত হয়তো এটা (হামলা) শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব।’

পাকিস্তান শান্তি চায় উল্লেখ করে মরিয়ম নওয়াজ বলেন, আমরা শান্তি চাই, তবে সেটা সম্মানের সঙ্গে। যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তবে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিতে পরিণত হবে।

এদিকে ভারত-পাকিস্তানের পালটাপালটি এসব হামলার পর উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের চারটি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার স্থানীয়দের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে জম্মু-কাশ্মিরে স্কুল-কলেজ।