রাজনীতি থেকে দূরে থাকলেও হৃদয়ে দলীয় ভালোবাসা লালন করে আসছেন পটুয়াখালীর প্রান্তিক কৃষক সোহাগ মৃধা। সেই ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি ছয় বছর ধরে পরম যত্নে লালন-পালন করে বড় করেছেন একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দিয়েছেন ‘কালো মানিক’।

পশুটির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

গত কুরবানির বাজারে ১০ লাখ টাকা দাম উঠেছিল। কিন্তু এ বছর দাম কমে ৮ লাখ বলায় সোহাগ সিদ্ধান্ত নেয় তিনি আর মানিককে বিক্রি করবেন না। এটা নেত্রী খালেদা জিয়াকে কুরবানির জন্য উপহার হিসেবে দেবেন।

ঈদুল আজহা উপলক্ষে সেই ষাঁড়টিকে তিনি উপহার হিসেবে দিতে চান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি।

ঢাকা যাত্রাকে কেন্দ্র করে গ্রামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানান। ব্যান্ড পার্টি, ব্যানার, প্রচার মাইক ও ৫০ জন স্বেচ্ছাসেবী কর্মী নিয়ে তিনটি ট্রাকে করে রওনা হন সোহাগ।