রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাচর্চা, উচ্চশিক্ষা ও স্কলারশিপ মেন্টরিং, এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে বলে জানা যায়।
নিবন্ধনপ্রাপ্তির বিষয়ের ক্লাবের সভাপতি রায়হানা মালিক সেঁজুতি বলেন, "রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সহশিক্ষা কার্যক্রম ও উচ্চশিক্ষা, বিশেষত বিজ্ঞানশিক্ষা বিস্তারে একটি সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই নিবন্ধনপ্রাপ্তির মাধ্যমে এসব কাজের স্বীকৃতি যেমন মিললো, তেমনিভাবে ভবিষ্যতে কাজগুলো বাস্তবায়ন আরো সহজ হবে।"
সাধারণ সম্পাদক আনজুম তাসনিম তটিনী বলেন, এই সরকারি স্বীকৃতি ক্লাবটির কার্যক্রমকে অধিকতর প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং ভবিষ্যৎ পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনিরা সুলতানা লিসা স্বাক্ষরিত সনদে ক্লাবটিকে নিবন্ধন নম্বর ৯-২৬৬/২০২৫ অনুযায়ী এই স্বীকৃতি প্রদান করা হয়।