শিরোনাম
  • পোস্ট লোড হচ্ছে...

চবিতে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ চলছে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা গেছে, রোববার সকাল থেকে ক্যাম্পাসের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে শিক্ষার্থীরা দুই নম্বর গেটে জড়ো হন।

এ সময় এলাকাবাসীও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষে করে। এ সময় গুলিবর্ষণেরও ঘটনা ঘটে। যা রাতভর চলতে থাকে। এত আহত হন ক্যাম্পাসের শতাধিক শিক্ষার্থী।

গুরুতর অবস্থায় প্রায়ই ২০ এর অধিক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষক আহত হয়। আহত শিক্ষার্থীদের কথা চিন্তা করে সকল পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে এদের মধ্যে অনেকেই পরীক্ষার্থীও ছিলেন। সবার কথা বিবেচনা রেখেই আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।