রাবি প্রতিনিধি:
সংগঠনের দায়িত্ব অবহেলার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান-কে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করেছে শাখা ছাত্রদল
শুক্রবার (২২ আগস্ট) রাতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্ব অবহেলার কারণে নবাব আব্দুল লতিফ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান-কে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরো বলা হয়েছে, একই সঙ্গে নবাব আব্দুল লতিফ হলে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে সৌমেন চক্রবর্তী-কে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো রাসেল মিয়া-কে। আজ এই নির্দেশ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।