চট্টগ্রামের সিইপিজেড এলাকায় তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পার হলেও এখন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আটতলা ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। দ্রুত আগুন নেভানের সব ধরনের সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের যে অবস্থা, ভেতরে ঢোকা আমাদের জন্য কঠিন। তারপরও পাঁচতলা পর্যন্ত আমরা গেছি। ওইখানে আমাদের টিম কাজ করছে। এখন আমরা যেটা চাচ্ছি, আগে আমরা ছয়তলা, সাততলা এটার আগুন নিয়ন্ত্রণে আনবো। এটার চতুর্দিকে ইলেকট্রিকের লাইন আছে, ভেতরে যাবার কোনো স্পেস নেই।
আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনও জানা যায়নি। তবে কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে, তাই কারও হতাহত হওয়ার খবর নেই। ভবনে মোট ৭০০ শ্রমিক কাজ করতেন।
