
সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে কপাল খুলে গেলো প্রবাসী বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদারের। কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো। ‘বিগ টিকিট’ লটারির ই-ড্রতে হারুন সরদার জিতলেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি অর্থে ৬৬ কোটি টাকার কিছু বেশি।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবিতে সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র হয়েছে শুক্রবার। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে ৪৪ বছর বয়সী এ প্রবাসীর।
২০০৯ সালে আরব আমিরাত যান হারুন। ১৫ বছর ধরে শারজায় থাকছেন। সেখানে ট্যাক্সি চালান। প্রতি মাসেই আবুধাবির বিগ টিকেট লটারি কেটে আসছিলেন তিনি। অবশেষে সেই ভাগ্য খুলল এতদিন পর।
ওই বাংলাদেশি ছাড়াও ‘বিগ টিকেট’ লটারিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের চারজন প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন।
বিগ টিকিট লটারি র্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়।