আরমান হোসেন
কিছু দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না: ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক।
ঢাকার কামরাঙ্গীরচর ৫৭ নং ওয়ার্ডে ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয় সহ সম্পাদক মীর নেওয়াজ আলী বলেছেন, আমার জানা মতে, এনসিপি এবং চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। বলবো না, স্বাক্ষর করেনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন।
তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি, সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দাওয়া আছে। সেটা সরকারের সঙ্গে আলাপ করবে।
একপর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়। সেটা উন্মুক্ত আছে। ভিন্ন মত থাকতেই পারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানী কামরাঙ্গীরচর ৫৭ নং ওয়ার্ড লোহার বীজের ঢালে ৩১ দফা লিফলেট বিতরণ শুরুতে মীর নেওয়াজ আলী বলেন, আমরা ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে যেন এগিয়ে যাই। তাহলে সত্যিকার অর্থে একটি কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। আমাদের শহীদের আত্মত্যাগ এবং রক্তদান সফল হবে।
জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক দিন পুলিশের সঙ্গে জুলাইযোদ্ধাদের, সংঘর্ষ হয়েছে। যোদ্ধারা বলেছেন, জুলাই সনদ এর মধ্যে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, জুলাইযোদ্ধা, নামে একটি সংগঠন আমাদের সঙ্গেও কথা বলেছিল। ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছে। তাদের একটা যৌক্তিক দাবি ছিল। সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম, কথা বলেছিলাম। এবং সেটা ঐকমত্য কমিশনের বেশ কিছু কয়এক জনের মধ্যে কথা হয় সঠিকভাবে এড্রেস করেছেন, সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন। এরপরেও তাদের অসন্তোষ থাকার কথা নয়। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি। এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে, এখানে ‘জুলাইযোদ্ধাদের’ নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী, যে এখনো সমস্ত জায়গায় এ বিভিন্ন ফাঁক-ফোকরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে , সেটা গত এক জন ও দৃশ্যমান হয়েছে। আমার মনে হয়, এখানে এটির সঙ্গে কোনো সঠিক কোনো জুলাইযোদ্ধা, বা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না মনে করেন তিনি।
এ-সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জৈষ্ঠ সদস্য ২৮ নং ওয়ার্ড সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল, মীর আশরাফ আলী আযম সাবেক সহ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সাবেক কমিশনার ২৬ নং ওয়ার্ড ,আবদুল আজিজ সাবেক কমিশনার ২৩নং ওয়ার্ড, মোতাহার হোসেন বাবুল সাবেক যুগ্ন আহবায়ক লালবাগ থানা বিএনপি হাফেজ মনির হোসেন সাবেক ধর্ম বিষয়ক সম্পাদ বৃহত্তর লালবাগ থানা বিএনপি গোলাম সারওয়ার শামীম সাবেক সভাপতি ২৬ নং ওয়ার্ড,মাইজুদ্দিন মাইজু সাবেক সাধারণ সম্পাদক ২৫ নং ওয়ার্ড, গোলাম মোস্তফা পিয়ার সাবেক প্রচার সম্পদের ২৩ নং ওয়ার্ড, মোরশেদুর রহমান জনি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড, তারেক হোসেন রাজু আহবায়ক ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, আরমান হোসেন বাদল সভাপতি আজিমপুর বটতলা ইউনিট বিএনপি, মাসুম হোসেন ভুইঁয়া চক বাজার থানা বিএনপি, কাউসার আহাম্মদ জজ সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানা মাহবুব রহমান পিচ্চু, রমজান, হাজী রফিকুল ইসলাম রফিক, ইয়াকিন হোসেন হৃদয় ছাত্রদল ২৫ নং ওয়ার্ড তাতী দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, লালবাগ চকবাজার কামরাঙ্গীরচরে থানা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
