স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরার দাবিতে সমাবেশ

আরমান হোসেন

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার সাবেক নেতাকর্মীদের উদ্যোগে আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনটি মূল দাবি উত্থাপন করা হয় —
  • আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন,
  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সুযোগ নিশ্চিত করা,
  • এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্গঠনের দাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সমবায় সম্পাদক এস এম মোশারেফ হোসেন মূশু, সাবেক সদস্য ওমর ফারুক, মহানগর দক্ষিণের সাবেক ছাত্রনেতা তৌফিক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, নেতা মো. সোহেল, দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন ফিরোজ, নেতা জুলফিকার আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন,

“ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। আমরা স্ব স্ব অবস্থান থেকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।”

তারা অভিযোগ করেন, মাঠে সক্রিয় থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবক দলের অনেক নিবেদিতপ্রাণ নেতা-কর্মীকে কমিটির বাইরে রাখা হয়েছে। দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন —

“আমাদেরকেও সাংগঠনিকভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক।”

পরিশেষে তারা সবাইকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।