রাকসুর শীর্ষ তিন পদে আলোচিত কোন প্রর্থী কত ভোট পেলেন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হয়েছে। রাকসুর শীর্ষ তিন পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)। ঘোষিত ফলাফলে এই তিন শীর্ষ পদে আলোচিত কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা রাকসুর নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল থেকে জানা গেছে।

সহসভাপতি (ভিপি)

ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত সম্মলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২৬৮৭ ভোট। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ৩৩৯৭ ভোট। রাকসুর ইতিহাসে একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খান পেয়েছেন ১৬২১ ভোট। 'রাকসু ফর র‍্যাডিকেল চেঞ্জ' প্যানেলের প্রার্থী মেহেদী মারুফ পেয়েছেন ৫৫৪ ভোট। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব পেয়েছেন ৩২৩ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস)

'আধিপত্যবাদ বিরোধী ঐক্য' প্যানেলের জিএস প্রার্থী সাবেক সমন্বয়ক সালাউদ্দীন আম্মার পেয়েছেন ১১৫৩৭ ভোট। ছাত্রশিবির সমর্থিত- 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৫৭২৯ ভোট। ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১৩২৮ ভোট। গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের প্রার্থী মো. কাউসার আহম্মেদ পেয়েছেন ২৯৯ ভোট। অপ্রতিরোধ্য-২৪ প্যানেলের প্রার্থী পরমা পারমিতা পেয়েছেন ২২০ ভোট।

সহ সাধারণ সম্পাদক (এজিএস)

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬৯৭১ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫৯৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. সজিবুর রহমান পেয়েছেন ২৯০৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাহ পরান লিখন ১৩৪৫ ভোট। 'রাকসু র‌্যাডিক্যাল চেঞ্জ' প্যানেলের প্রার্থী আল-শাহরিয়ার শুভ পেয়েছেন ৯২২ ভোট।