
এদিকে, তামিম ইকবালের প্যানেলের প্রার্থিতা প্রত্যাহারে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পথে কণ্ঠশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।
২৩ পরিচালকের মধ্যে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা বিভাগ থেকে আগেই নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামে একটি মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর এবং আহসান ইকবাল চৌধুরী।
বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ৫০ জন প্রার্থী ছিলেন। তবে শেষ দিনে ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫ ক্লাব কাউন্সিলরের মধ্যে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে। ফলে মোট প্রার্থীর সংখ্যা নেমে এসেছে ৩৩ এ।
যে ১৫ জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন -
ক্যাটাগরি ১
মীর হেলাল (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)
তৌহিদ তারেক (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)
ক্যাটাগরি ২
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র)
মাসুদুজ্জামান (মোহামেডান)
সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
অসিফ রাব্বানী (শাইনপুকুর)
ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
ফাহিম সিনহা (সুর্যতরুণ)
সাইফুল ইসলাম সপু (গোপীবাগ ফ্রেন্ডস)
ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)
ক্যাটাগরি ৩
সিরাজউদ্দিন আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।