
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে বাংলাওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। সিরিজের প্রথম দুই ম্যাচে আফগানদের যথাক্রমে- ৪ ও ২ উইকেটে হারিয়েছিল টাইগাররা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল জাকের আলির দল। ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সাত বছর পর ঐ হোয়াইটওয়াশের প্রতিশোধ নিল টাইগাররা।
২০২৩ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
আগেই অবশ্য দুই ম্যাচে জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল জাকের আলি অনিকের দল। রোববার (৫ অক্টোবর) শারজাহতে শেষ টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া ১৪৩ রানের লক্ষ্যে মাঠে নেমে সাইফ-সোহানরা ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয়লাভ করেন।