গত ৪ অক্টোবর লেস্টার সোয়ানসি সিটির বিপক্ষে খেলেছে। ওই ম্যাচের স্কোয়াডে থাকলেও হামজার খেলা হয়নি। তার দল তুলে নিয়েছে ৩-১ গোলের জয়। হংকংয়ের বিপক্ষে খেলতে ক্লাব ব্যস্ততা শেষ করে আজ দেশে ফিরেছেন তিনি। এ বছর দেশজুড়ে সাড়া জাগানো এই তারকার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ১ গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি।
হামজার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। এরপর পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে করে তাকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়।
হামজাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও কামরুল হাসান হিল্টন। জানা গেছে, হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।