
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে নির্বাচনের ভোটগ্রহণ।
গঠনতন্ত্র অনুযায়ী ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে চার বিভাগ থেকে ৮ জন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি ছিল কেবল রংপুর আর রাজশাহী বিভাগ। দুই বিভাগ থেকেই ভোটার ছিলেন ৯জন করে।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের ঘোষণা থেকে পাওয়া ফলাফল—
পরিচালক পদ (ক্যাটাগরি-১) নির্বাচিত হয়েছেন :
- আমিনুল ইসলাম বুলবুল
- নাজমুল আবেদিন ফাহিম
- আহমেদ ইকবাল চৌধুরী
- আসিফ আকবর
- আবদুর রাজ্জাক
- জুলফিকার আলী খান
- মুখলেসুর রহমান
- হাসানুজ্জামান
- রাহাত সামস
- শাখাওয়াত হোসেন
- ইশতিয়াক সাদেক
- আদনান রহমান দীপন
- ফায়াজুর রহমান
- আবুল বাশার
- আমজাদ হোসেন
- শানিয়ান তানিম নাভিন
- মোখছেদুল কামাল
- এম নাজমুল ইসলাম
- ফারুক আহমেদ
- মনজুর আলম
- মেহরাব আলম চৌধুরী
- ইফতেখার রহমান মিঠু
- খালেদ মাসুদ পাইলট
- এম ইসফাক আহসান
- ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক