একের পর এক গোল করে হাজার গোলের মাইলফলকের কাছাকাছি ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এ পর্তুগিজ সুপারস্টার।
শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে বুরাইদাহতে আল হাযমের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন সিআর সেভেন।
ম্যাচের ৮৮তম মিনিটে রোনালদোর গোলেই ২–০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। চলতি মৌসুমে এটি তার লিগে ষষ্ঠ এবং সর্বমোট সপ্তম গোল।