কামরাঙ্গীরচরে যুব শক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

কামরাঙ্গীরচরের ঝাউচরের লাইফ কেয়ার হসপিটালের সামনে অনুষ্ঠিত হয়েছে যুব শক্তির এক সফল উঠান বৈঠক।

গত শুক্রবার ২৪ (অক্টোবর)  রাতে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। দেখুন ভিডিও

বৈঠকটি সফল করতে সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন স্বেচ্ছাসেবীরা — রাফসান ওমর, মোহাম্মদ মেহেদী, মেহেদী হোসেন জয়, নাফিজুর রহমান, মোঃ সাব্বির হোসেন এবং আলভী হোসেন। তাদের সততা ও দায়িত্বশীলতার ফলে স্থানীয় ও সাধারণ জনগণের উপস্থিতিতে প্রোগ্রামটি সফলতা পায়।

যুব শক্তির কামরাঙ্গীরচর থানার আহবায়ক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে বৈঠকটি সম্পূর্ণ উদযাপিত হয়। জনগণের সমস্যা, অভিযোগ ও তার সমাধান নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 এ সময় উপস্থিত ছিলেন — 
সুফিয়ান রায়হান (যুগ্ম সদস্য-সচিব ও কেন্দ্রীয় কমিটি সদস্য, জাতীয় যুব শক্তি), 
সানি আহমেদ (কেন্দ্রীয় সংগঠক, জাতীয় যুব শক্তি), 
শেখ ফয়সাল (কেন্দ্রীয় সংগঠক, এনসিপি ও আহবায়ক, ঢাকা জেলা দক্ষিণ, জাতীয় যুব শক্তি), 
এবং সিফাত মিম (সংগঠক, ঢাকা দক্ষিণ সিটি, এনসিপি)। 

এছাড়াও উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। বক্তারা বলেন, জনগণের সমস্যার সমাধানে যুব শক্তি সবসময় পাশে থাকবে। পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তারা।