জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদশর্নী শুভ উদ্বোধন ২০২৬

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর " দেশীয় জাত আধুনীক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে দেশ উন্নত "এই প্রতিপাদ্যকে ধারন করে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বাধন ও আলোচনা সভা বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রণীসম্পদ দপ্তর এবং ভেটেরেনারী হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নন্দিতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার, সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মিজানুর রহমান ,উপজেলা প্রাণিসম্পাদ অফিসার,কালিয়াকৈর, গাজীপুর।

এ সময় প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পশু পালনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের ফার্মে পালিত গরু মহিষ গাড়ল ছাগল হাঁস বিভিন্ন প্রজাতির মুরগি , কবুতর বিভিন্ন প্রজাতির পাখি নিয়ে উপস্থিত হন। এছাড়া প্রাণি সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স পণ্য ও ঔষধ নিয়ে হাজির হন বিভিন্ন কোম্পানির লোকজন। প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো কিভাবে প্রাণিসম্পদকে আরো সমৃদ্ধি ও শক্তিশালী টেকসই অর্থনীতি করা যায় এবং এই প্রাণিসম্পদ উৎপাদনে যাতে মানুষ বেশি বেশি সম্পৃক্ত হয়় সেই লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারী ডাঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা ডাক্তার নাজমুল হুদা, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন সহ কালিয়াকৈর উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ প্রাণিসম্পদ উন্নয়নের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ।