ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করলো জামায়াত

সম্প্রতি ৫.৭ মাত্রায় ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পের পর নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এতে বেশকিছু ভবন হেলেও পড়েছে। কোথাও কোথাও ভবনে ফাটল ধরা পড়েছে। এরপর কম মাত্রায় আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়। এ অবস্থায় আতঙ্ক ও ঝুঁকি বিবেচনায় বিনামূল্যে ভবন, বাসা, দোকান ঘর পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ।

বুধবার (২৬ নভেম্বর) দলের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড পেজ থেকে এই তথ্য জানানো হয়।

আমির জানান, ভূমিকম্পের পর যদি ভবন, দোকানে ফাটল বা দৃশ্যমান ক্ষতি, হেলে যাওয়া বা বেঁকে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন দেখা যায়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ দল তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এই সেবার নাম দেয়া হয়েছে, “ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান”।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে। বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে।’