বগুড়ার সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

বগুড়ার শেরপুরে গ্রামীণ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলো—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌরশহরের গোসাইপাড়া মহল্লার শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মাত্র চার ঘণ্টা আগে নিজের ফেসবুক ওয়ালে ‘সাদা কাপড়, মাটির ঘর আর বাঁশের ছাউনি’ লেখা পোস্ট করেন কলেজ শিক্ষার্থী শাহাবুল হাসান (২০)। ‎দুর্ঘটনার পর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের শাটারে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন ৷

‎আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই কয়েকদিন আগে এইসএসসি পাস করেছেন।