চলতি মাসে বাংলাদেশে আরও ২০ বার ভূমিকম্পের সম্ভাবনা !!

ঢাকা ও আশপাশের এলাকায় দুই দিনের ব্যবধানে ধারাবাহিকভাবে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এবং শনিবার (২২ নভেম্বর) দিনের বিভিন্ন সময়ে হওয়া এসব কম্পনের মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী, আর একটি ঢাকা শহরের ভেতরে।

এদিকে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূ-চ্যুতি (ফল্ট) শনাক্ত করা হয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরও ২০ বার এমনটি হতে পারে। যদি ৫.৭ মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে। তিনি নরসিংদীকে এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করেন।